Home / বিজ্ঞান ও প্রযুক্তি / বিশ্বব্যাপী স্যামসাং নোট-৭ বিক্রি বন্ধ

বিশ্বব্যাপী স্যামসাং নোট-৭ বিক্রি বন্ধ

ব্যাটারিতে ত্রুটি থাকার কারণে মোবাইল ফোনে আগুন ধরার কয়েকটি ঘটনা বিশ্বজুড়ে গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর অনেক সমালোচনা চলছিল স্যামসাং কোম্পানির বিরুদ্ধে। অনেকে আশা করছিলেন এ প্রেক্ষাপটে কোম্পানিটি হয়ত কোনো সিদ্ধান্ত নেবে। তবে সব

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে স্যামসাং গ্যালাক্সি নোট-৭ মোবাইল ফোন বিক্রি বন্ধ ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাং। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি। এক বিবৃতিতে এখনও যাদের হাতে গ্যালাক্সি নোট-৭ রয়েছে তাদেরকে ফোন বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে কোম্পানির পক্ষ থেকে। একইসঙ্গে তাদেরকে অর্থ ফেরত চাওয়া অথবা নোট ৭-এর বদলে অন্য ফোন নিতে বলা হয়েছে।

সম্প্রতি ব্যাটারিতে ত্রুটির কারণে গ্যালাক্সি নোট সেভেন মোবাইল সেটটিতে আগুন ধরে যাবার বেশ কয়েকটি ঘটনার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নিলো কোম্পানিটি। দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষ বলছে, তারা সম্ভাব্য নতুন একটি ত্রুটির ব্যপারে জানতে পেরেছেন। এখন সেটি খতিয়ে দেখা হচ্ছে। সমস্যা চিহ্নিত করার আগ পর্যন্ত গ্যালাক্সি নোট সেভেন ব্যবহারকারী সকলকে সেটটির ব্যবহার তড়িৎ বন্ধ করে, স্যামসাং এর কাছ থেকে মূল্য ফেরত নেবার পরামর্শ দেওয়া হয়েছে।

অথবা চাইলে এই ব্রান্ডেরই অন্যকোনো ফোন বদলে নিতে পারবেন ক্রেতারা।

গত মাস থেকে ব্যাটারির সমস্যা নিয়ে অভিযোগ ওঠার পর থেকে, দক্ষিণ কোরিয়ার পুঁজিবাজারে প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য পাঁচ শতাংশের বেশি কমে গেছে।

আর এর ফলে মূলত লাভবান হচ্ছে প্রতিপক্ষ মোবাইল ফোন কোম্পানি এ্যাপল।

স্যামসাং এই মূহুর্তে বিশ্বের সর্ববৃহৎ মোবাইল সেট উৎপাদনকারী প্রতিষ্ঠান। সূত্র: বিবিসি।

প্রতি মুহুর্তের খবর পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *