Breaking News
Home / ইতিহাস ও ঐতিহ্য / শিক্ষা বিষয়ক আসরঃ সাধারণ জ্ঞান

শিক্ষা বিষয়ক আসরঃ সাধারণ জ্ঞান

index-380x250_c

২৫ জুন, শ্রীনগর নিউজঃ ১। জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? উত্তরঃ শিনজো অ্যাবে ২। ঢাকা বিভাগের মোট জেলা কতটি? উত্তরঃ ১৭ টি ৩। কীর্তনখোলা নদী কোন জেলায় অবস্থিত? উত্তরঃ বরিশাল ৪। জাতীয় কর দিবস কবে পালিত হয়? উত্তরঃ ১৫ সেপ্টেম্বর ৫। প্রেসিডেন্ট ওবামা কোন শহরের অধিবাসী ছিলেন? উত্তরঃ শিকাগো শহরের ৬। জাতীয় প্রেসক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তরঃ ১৯৫৪ সালে ৭। আয়তনে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ কোনটি? উত্তরঃ সিসিলিস ৮। গ্রিনপিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ? উত্তরঃ নেদারল্যান্ড ৯। UNDP এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরঃ নিউইয়র্ক ১০। মুন্সীগঞ্জ জেলা কিসের জন্য বিখ্যাত? উত্তরঃ আলু ও কলা উৎপাদনের জন্য

প্রতি মুহুর্তের খবর পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *