Home / মুন্সিগঞ্জের খবর / গজারিয়া উপজেলা / ঝড়ে উড়ে গেছে বিদ্যালয়ের চাল, খোলা আকাশের নিচে ক্লাস করছে শিক্ষার্থীরা

ঝড়ে উড়ে গেছে বিদ্যালয়ের চাল, খোলা আকাশের নিচে ক্লাস করছে শিক্ষার্থীরা

মোঃ রুবেল ইসলাম.তাহমিদ মুন্সীগঞ্জ প্রতিনিধিঃগতকাল সোমবার সন্ধ্যায় আকস্মিক ঝড়ে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উড়ে গেছে টেংগারচর রাজিয়া কাদের উচ্চ বিদ্যালয়ের টিন সেট ভবনের চাল, তাই বাধ্য হয়ে খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের।বিদ্যালয়টির প্রধান শিক্ষক ওসমান গনী জানান, সোমবার সন্ধ্যার ঝড়ে বিদ্যালয়টির ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। বিদ্যালয়টির প্রায় একশো ত্রিশ ফুট দীর্ঘ একটি টিন সেট ভবনের চালও উড়ে গেছে। ঐ ভবনটিতে ষষ্ঠ, সপ্তম ও দশম শ্রেণির ক্লাস হতো। সামনে অর্ধ-বার্ষিক পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের কথা চিন্তা করে আপাতত খোলা আকাশের নিচে ক্লাস পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিকে মঙ্গলবার সকালে সরজমিনে বিদ্যালয়টি ঘুরে দেখা গেলো খোলা আকাশের নিচে ক্লাস করছে শিক্ষার্থীরা। মাঝে হঠাৎ বৃষ্টি নামলে বন্ধ করে দিতে হয় ক্লাসের কার্যক্রম। এমত অবস্থায় বিদ্যালয়টির দ্রুত সংস্কার ও বিকল্প কোন ভবনে ক্লাস পরিচালনা করতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন শিক্ষার্থীরা। এছাড়াও ঝড়ে গজারিয়া উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঝড়ে প্রায় অর্ধশত কাচা ঘরবাড়ি বিধ্বস্ত ও ২জন আহত হয়েছে। গাছ ওবৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে গোটা এলাকা।

প্রতি মুহুর্তের খবর পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *